ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

রূপালী বাংলাদেশে সংবাদ প্রকাশ

চরফ্যাশনের সেই মৎস্য অফিস সহকারীকে বদলি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৬:৩৫ পিএম
মো. আব্বাস উদ্দিন

‘চরফ্যাশন মৎস্য অফিস সহকারীর আলিশান বাড়িসহ অঢেল সম্পত্তি’ শিরোনামে গত রোববার (১৪ এপ্রিল) দৈনিক রূপালী বাংলাদেশে সংবাদ প্রকাশের পর ওই অফিস সহকারীকে বদলি করা হয়েছে। 

বুধবার (১৬ এপ্রিল) ভোলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বদলি করা হয়।

ভোলার লালমোহন উপজেলা মৎস্য অফিসে বদলি করা ওই অফিস সহকারীর নাম মো. আব্বাস উদ্দিন।

অফিস আদেশে বদলি কর্মচারীকে আগামী ২২ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি নিতে বলা হয়েছে। 

উল্লেখ্য, মো. আব্বাস উদ্দিন ১৫ বছর ধরে চরফ্যাশন উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক হিসেবে কর্মরত। এ সুবাদে তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন- এমন অভিযোগ স্থানীয় জেলেদের।

তিনি আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামের আবদুল খালেকের ছেলে।