ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

আ.লীগের গুম-খুন দেশের মানুষ এখনো ভোলেনি: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৭:৫১ পিএম
সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: রূপালী বাংলাদেশ

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করে আবারও ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে। আওয়ামী লীগের দুঃশাসন, অত্যাচার, নির্যাতন, গুম ও খুন দেশের মানুষ এখনো ভুলে যায়নি।’

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভা, সদর (পূর্ব) উপজেলা ও চন্দ্রগঞ্জ থানা যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহরের পুরাতন গোহাটা সড়কের বশির ভিলা হলরুমে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

এ্যানি বলেন, ‘ফ্যাসিবাদকে কোনোভাবেই ঝটিকা মিছিলও করতে দেওয়া হবে না। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি উল্লেখ করে এ্যানি বলেন, ‘গত ৫ আগস্ট যেসব থানা থেকে অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্র এখনো উদ্ধার হয়নি। অস্ত্র উদ্ধারে এখন পর্যন্ত কোনো অভিযানও হয়নি। অবিলম্বে সব অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিগত সময়ে যারা গুম-খুনের সঙ্গে জড়িত ছিল, যারা এক ব্যক্তির শাসন ও ফ্যাসিবাদ কায়েম করছিল, তারা সাধারণ মানুষের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’

সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান প্রমুখ।