বগুড়ায় ভ্যান উল্টে মো. রিয়াদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেল চারটার দিকে কাহালু উপজেলার কালিপাড়া উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
রিয়াদ বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকার লিজু প্রামানিকের ছেলে।
এ ঘটনায় রিয়াদের সঙ্গে থাকা বন্ধু সাকিব আহত হয়েছেন। তারা দু’জনেই মেঘনা গ্রুপের পণ্য বিক্রির কাজ করতেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি আব্দুল হান্নান।
পুলিশের এ কর্মকর্তা জানান, মেঘনা গ্রুপের প্রোডাক্টস ডেলিভারি করার জন্য অটো-ভ্যান নিয়ে জামগ্রাম থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার সময় কালিপাড়া উচ্চবিদ্যালয়ের সামনে চলন্ত অটোরিকশার এক্সেল ভেঙে মাথার ভেতরে ঢুকে গুরুতর আহত হন চালক রিয়াদ।
তার সঙ্গে থাকা মেঘনা গ্রুপের সাকিব (এসআর) লোকজনের সহায়তায় দ্রুত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন রিয়াদকে। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।