রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৯:১৬ এএম

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর উদ্ধার, গ্রেপ্তার ১

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৯:১৬ এএম

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর উদ্ধার, গ্রেপ্তার ১

গ্রেপ্তারকৃত যুবক। ছবি: সংগৃহীত

গাজীপুর সাফারি পার্ক থেকে বিপন্ন প্রজাতির ৩টি রিংটেইল লেমুর চুরির দায়ে মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) জামালপুর সদর উপজেলার দড়িহামিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১১টার দিকে ঢাকার শ্যামবাজার এলাকা থেকে একটি লেমুর উদ্ধার করা হয়।

শনিবার (১৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

ডিবি জানায়, গত ২৩ মার্চ রাত ১১টা থেকে পরের দিন ভোরের মধ্যে গাজীপুর সাফারি পার্কের লামচিতা ঘর-১ থেকে বিপন্ন প্রজাতির ৩টি লেমুর চুরির ঘটনা ঘটে। এর মধ্যে দুটি পুরুষ ও একটি স্ত্রী রিংটেইল লেমুর রয়েছে। এ ঘটনায় সাফারি পার্ক কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা হয়।

ডিবি আরও জানায়, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) বিপন্ন প্রজাতির লেমুর চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। এরপর গত শুক্রবার জামালপুর সদর উপজেলার আকন্দ বাড়িতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

এ সময় মো. দেলোয়ার হোসেন তওসীফকে গ্রেপ্তার করা হয়। পরে দেলোয়ারের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১১টার দিকে ঢাকার সদরঘাটের শ্যামবাজার মসজিদসংলগ্ন একটি নির্জন স্থান থেকে খাঁচাবন্দি অবস্থায় পুরুষ রিংটেইল লেমুরটি উদ্ধার করা হয়। বিষয়টি বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে অবগত করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। বাকি দুটি লেমুর উদ্ধার ও অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরবি/জেডআর

Link copied!