জয় বাংলা স্লোগান দেওয়ায় নওগাঁয় বদলগাছীতে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার বালুভরা বাজারে এ ঘটনা ঘটে।
জয় বাংলা স্লোগান দেওয়া যুবকের নাম রাশেদুল ইসলাম (২৮) সে উপজেলার বালুভরা ইউনিয়নের খলশি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানায়, রাশেদুল বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। গতকাল বিকেলে হঠাৎ জয় বাংলা স্লোগান দিয়ে ওঠে। এতে বাজারের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়।
পরে স্থানীয়রা জয় বাংলা স্লোগান দিতে নিষেধ করলেও সে তোয়াক্কা না করে স্লোগান দিতে থাকে। পরে স্থানীয় জনগণ গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ রাশেদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।
বদলগাছী থানার ওসি শাহজাহান আলী বলেন, গতকাল সন্ধ্যায় রাশেদুল ইসলাম নামে এক যুবক বালুভরা বাজারে হঠাৎ জয় বাংলা স্লোগান দেয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে তাকে বালুভরা বাজার থেকে আটক করা হয়।
তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করা হলে সে পুলিশের সামনেই জয় বাংলা স্লোগান দিতে থাকে। এবং সে আরও জানায় ‘যতদিন বাঁচব জয় বাংলা স্লোগান দিব’। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।