ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

সাভারে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০২:০২ পিএম
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় কার্টুন ফ্যাক্টরির ওয়েস্টেজ ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ফাঁকা গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর (ডিবি) ইনচার্জ জালাল উদ্দীন।

গ্রেপ্তার আসামি হলেন- আশুলিয়া থানার জিরাবো এলাকার মো. আলী দেওয়ান নেওয়াজের ছেলে মো. দেওয়ান জিয়া (৪০)।

প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, গত ১৭ এপ্রিল দুপুরে আশুলিয়া থানার জিরাবো ফুলবাগান রোডে (এসএএস) কার্টুন ফ্যাক্টরি ও প্যাকেজিংয়ের ওয়েস্টেজ ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের একপর্যায়ে এলাকায় নিজের অবস্থান জানান দেওয়া ও আধিপত্য বিস্তারের জন্য অবৈধ বিদেশি পিস্তুল দিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি চালায়।

এ ঘটনার পর আসামি আত্মগোপনে চলে যায়, এরপর ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দেশে ডিবির (উত্তর) একটি চৌকস টিম গত ১৯ এপ্রিল রাত ১টায় গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পুবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্য ও দেখানো মতে ১৯ এপ্রিল বিকেলে তার বসতবাড়ির পাশে পারিবারিক কবরস্থানে সংরক্ষিত অবস্থায় একটি ব্যবহৃত বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও খালি খোসা উদ্ধার করা হয়।