বরগুনায় চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ১০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে বরগুনাবাসী। মানববন্ধন শেষে হাসপাতাল বরগুনায় স্হাপনের দাবিতে বরগুনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় স্বাস্থ্য উপদেষ্টা বরাবর।
আজ রোববার (২০ এপ্রিল) বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরগুনা উন্নয়ন ফোরাম মানববন্ধনের আয়োজন করে। বরগুনা প্রেসক্লাব ও অন্যান্য সাংবাদিক সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধন আয়োজনে সার্বিক সহযোগিতা করে।
মানববন্ধনে বরগুনার রাজনৈতিক, আইনজীবী, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ও বরগুনার সর্বস্তরের নারী ও পুরুষ অংশগ্রহণ করে।
বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বরগুনা উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট রেজবুল কবির। প্রধান আলোচক ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আলহাজ আবুল কালাম আজাদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক তাপস মাহমুদ, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি আসমা আক্তারসহ প্রমুখ।
বরগুনায় চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের দাবিতে বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, বরগুনা জেলা একটি অপার সম্ভাবনাময় জেলা ছিল, অথচ বরগুনা চরম উন্নয়ন বঞ্চনার শিকারে হয়েছে তা লিখলে উপন্যাস হয়ে যায়। দিনের পর দিন, বছরের পর বছর ধরে বরগুনা উন্নয়ন থেকে বঞ্চিত।
বরগুনার পাশের জেলা, অন্যান্য জেলাগুলোতে উন্নয়ন হলেও বরগুনা সবকিছু থেকে বঞ্চিত। বরগুনা জেলায় কোনো সুযোগ-সুবিধা নেই। আমরা সবকিছু থেকে পিছিয়ে। এবারে যে সুযোগ হয়েছে আমরা সেই দাবির হিসেবে বরগুনায় চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ১০০০ শয্যা হাসপাতাল স্হাপন চাই।
মানববন্ধনে বরগুনা জেলা উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট রেজবুল কবির বলেন, বরগুনার মানুষ চরমভাবে অবহেলিত একটি জনগোষ্ঠী। কৃষিপ্রধান এলাকার মানুষ খেটে খাওয়া মানুষ। আমরা বিগত ১৭ বছর ধরে উন্নয়ন থেকে বঞ্চিত।
এ জেলার মানুষ চরমভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এখানে যে হাসপাতাল রয়েছে সেখানে মানুষকে সামান্য ইনজেকশন কিনে চিকিৎসাসেবা নিতে হয়। অবহেলিত জনগোষ্ঠীর জন্য তিনি সরকারপ্রধানসহ স্বাস্থ্য উপদেষ্টার প্রতি আহ্বান জানান বাংলাদেশে যে তিনটি হাসপাতাল চায়না সরকার স্হাপনের আগ্রহ প্রকাশ করেছে তার মধ্য থেকে একটি বরগুনায় স্হাপন করার দাবি জানান। তা না হলে আন্দোলন করে এই দাবি পূরণ করা হবে।
বরগুনায় চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণের জন্য বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, আজ যে মানববন্ধন হয়েছে তার সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করেন। তার কাছে দেওয়া হাসপাতাল স্হাপনের স্মারকলিপি গুরুত্ব সহকারে সরকারের কাছে পাঠানো হবে।