সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৭:৫১ পিএম

রাতে আ.লীগের মশাল মিছিল, সকালে ডিসির কাছে স্মারকলিপি

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৭:৫১ পিএম

রাতে আ.লীগের মশাল মিছিল, সকালে ডিসির কাছে স্মারকলিপি

মাস্ক পরে রাতের আঁধারে মশাল মিছিল করেন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

শরীয়তপুরে মুখে মাস্ক পরে রাতের আঁধারে মশাল মিছিল করেছেন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।

শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার চিকন্দি এলাকায় মিছিলটি বের হয়। পরে রোববার (২০ এপ্রিল) সকালে শরীয়তপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় দলটির নেতারা।

মিছিলের ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনার জন্ম দেয়। ভিডিওতে মশাল হাতে ও মুখে মাস্ক পড়ে শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিতে দেখা যায়। রাতেই ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়।

ঘটনার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফেসবুকে প্রতিক্রিয়া জানান।

অপরদিকে, আইসিটি ট্রাইব্যুনালে প্রহসনমূলক কার্যক্রমের প্রতিবাদে শরীয়তপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে দলটির নেতারা। রোববার (২০ এপ্রিল) সকালে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জেলা প্রশাসক দপ্তরের নিচতলায় তথ্যসেবা কেন্দ্রে স্মারকলিপিটি জমা দেন।

জেলা আওয়ামী লীগের সদস্য ও শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক শামীম ফোনে বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগের নেতাদের বিচার করার নামে প্রহসন করা হচ্ছে। এর প্রতিবাদে এই স্মারকলিপি প্রদান কর্মসূচি।’

শরীয়তপুর সদরের পালং থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘চিকন্দি এলাকায় শনিবার রাতে স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে একটি মশাল মিছিল বের হয়। এ ঘটনায় রুবেল নামের একজনকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।’ মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Link copied!