দুটি হত্যা মামলাসহ মোট ১২টি মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা মো. রাজনকে রাজধানীর কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কদমতলী থানা।
গ্রেপ্তার রাজন (২৯) কদমতলী থানার ৫২ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিট যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (২০ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কদমতলী, যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় সংঘটিত সহিংস হামলায় রাজন অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেন। ওই ঘটনায় দুটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলা তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়।
এ ছাড়াও তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, দস্যুতা ও মাদক-সংক্রান্ত আরও ৯টি মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।
কদমতলী থানা জানিয়েছে, গ্রেপ্তার রাজনের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান।