সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবের মিস্ত্রীর দখলে থাকা বাড়ির পাশের পুকুর থেকে ৩৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামনগর পৌর সদরে সাবের মিস্ত্রির বাড়ি সংলগ্ন পুকুর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। দীর্ঘদিন পানিতে থাকায় এসব অস্ত্রে মরিচা পড়েছে।
জানা গেছে, পুকুরের পানি কমে যাওয়ায় স্থানীয় লোকজন দুপুরে গোসল করতে গেলে বস্তার মধ্যে লুকানো কিছু শক্ত বস্তু পায়ে লাগে। এরপর তারা বিষয়টি পুলিশকে জানান।
শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ডুবুরি দিয়ে পুকুরে তল্লাশির পর ৩৬ পিস দেশীয় অস্ত্র (রামদা ও হাসুয়া) উদ্ধার করা হয়। কয়েক মাস ধরে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় সেগুলো পুকুরে ফেলে রাখা হয়। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় মাসুদ হোসেনসহ কয়েকজন জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাবের মিস্ত্রি, তার শ্বশুর আওয়ামী বাস্তুহারা লীগের সভাপতি ও ভূমিহীন নেতা মোকছেদ আলী গাজী ও তার শ্যালক শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি রহমত আলী দীর্ঘদিন পুকুরটি জবর দখল করে রেখেছিলেন।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পরিস্থিতির প্রয়োজনে ব্যবহারের জন্য হয়তো তারা অস্ত্রগুলো সংগ্রহ করেছিল। পাঁচ আগস্টের পর থেকে সাবের ও তার শ্যালক রহমত আলী পলাতক রয়েছেন।
নকিপুর গ্রামের সুজা মাহমুদ বলেন, এই অস্ত্রগুলো বিভিন্ন সময়ে ভূমিহীন নেতা মোকছেদ, তার জামাতা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাবের মিস্ত্রী ও ছেলে রহমত আলীর নেতৃত্বে ভূমিদস্যু বাহিনীর সদস্যরা ব্যবহার করতেন। পুকুটিও তারা দীর্ঘদিন ধরে জবর দখলে রেখেছিলেন।