যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও নাভারণ ইউনিয়ন আ.লীগের সভাপতি শাহজাহান আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দাবি নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, জাহাঙ্গীর আলম মুকুল ও শাহজাহান আলীর বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তারা পলাতক ছিলেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উপজেলার বেনেয়ালী এলাকা থেকে জাহাঙ্গীর আলম মুকুলকে এবং নাভারণ পেট্রোল পাম্পের সামনে থেকে শাহজাহান আলীকে গ্রেপ্তার করা হয়।
তাদের সোমবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।
আপনার মতামত লিখুন :