সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৮:৫৪ এএম

সাত বাচ্চা রেখে নিখোঁজ বিড়াল, মাইকিং করে ফিরে পেলেন মালিক

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৮:৫৪ এএম

সাত বাচ্চা রেখে নিখোঁজ বিড়াল, মাইকিং করে ফিরে পেলেন মালিক

হারিয়ে যাওয়া পার্সিয়ান জাতের পোষা বিড়াল ও তার ছানাগুলো ছবি: সংগৃহীত

পার্সিয়ান জাতের পোষা বিড়ালটি হারিয়ে যাওয়ার ২০ ঘণ্টা পরে বিড়ালের মালিক সানাউল্লাহ ফিরে পেয়েছেন। রোববার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে বিড়ালটি তার মালিকের কাছে ফেরত দিয়েছেন এক ব্যক্তি। মা বিড়াল পেয়ে মহাখুশি ছানাগুলো, মালিক ও প্রতিবেশীরা।

এদিকে বিড়ালটি নিখোঁজ হওয়ার পর এলাকায় মাইকিং করা হয়। এতে সবার মাঝে কৌতূহল বাড়ে। মা বিড়াল হারিয়ে যাওয়ার খবর শুনে ওই বাড়িতে বিড়াল ছানাগুলো দেখতে শত শত মানুষ আসেন।

জানা গেছে, আমতলী পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দা সানাউল্লাহ গত দেড় বছর আগে পার্সিয়ান জাতের একটি সাদা বিড়াল পুষতে আনেন। বিড়ালটি যত্নসহকারেই তিনি লালন পালন করছেন। গত ২০ দিন আগে বিড়ালটি সাতটি বাচ্চা প্রসব করে। পরম আদরে মা বিড়ালটি ছানাগুলোকে দেখভাল করছে।

শনিবার দেড়টার দিকে বিড়ালের মালিকের প্রতিবেশী শাহারিয়ার নামক এক বাসিন্দার ঘরে যায়। ওই স্থান থেকে বিড়ালটি হারিয়ে যায়। এরপর দিন গড়িয়ে রাত পেরিয়ে গেলেও বিড়ালটি বাসায় ফিরছিল না। বিড়ালটি না পেয়ে রাত ৯টার দিকে মালিক সানাউল্লাহ আমতলী পৌর শহরে মাইকিং করেন। নিখোঁজের মাইকিং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এদিকে মা বিড়াল বাসায় না যাওয়ায় ছানাগুলো কান্নাকাটি করছিল। বিড়াল ছানার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েন মালিক সানাউল্লাহ ও তার পরিবার। রোববার সকাল ৯টার দিকে মা বিড়ালটির সন্ধান পান। পরে পৌর শহরের বটতলা এলাকার এক ব্যক্তি বিড়ালটি তার বাসায় নিয়ে আসেন।

এইচএম রাসেল বলেন, ছানাগুলো দেখতে খুবই সুন্দর। এমন জাতের বিড়াল আমতলীতে আর নেই। মা বিড়াল ও ছানাগুলো দেখতে এসেছি।

বিড়ালের মালিক মো. সানাউল্লাহ বলেন, পার্সিয়ান প্রজাতির সাদা পোষা বিড়ালটি ২০ দিন আগে সাতটি বাচ্চা দেয়। শনিবার দুপুরের দিকে বিড়ালটি ঘর থেকে বের হয়ে যায়। ছোট ছোট সাতটি বাচ্চা রেখে দীর্ঘ সময় পার হয়ে রাতেও বিড়ালটি বাড়িতে ফিরে না আসায় মনে হয় কেউ আটকে রাখতে পারে। আর ওই কারণেই বিড়ালটির সন্ধান পেতে মাইকিং করেছি।

তিনি আরও বলেন, রোববার সকাল ৯টার দিকে বিড়ালটি পৌর শহরের বটতলা এলাকার এক ব্যক্তি বাসায় দিয়ে গেছেন। মা বিড়ালকে পেয়ে ছানাগুলো আনন্দিত।

আরবি/জেডআর

Link copied!