কক্সবাজার টেকনাফে মোবাইল ফোন চোরের অপবাদ দিয়ে গণপিটুনি ও ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ নামে এক যুবক নিহত হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সকালে টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ড কায়ুকখালীয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
এলাকাবাসী সূত্রে গিয়াস উদ্দিন জানান, রোববার সকালে নজিমুল্লাহ একই এলাকার বাসিন্দা ফজল করিমের বাসার রায়তি (কেয়ারটেকার) সাদেক হোসেনের মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে নজিমুল্লাহকে সাদেক হোসেনসহ কয়েকজন গণপিটুনি দেন।
এ সময় নজিমুল্লাহর হাতে থাকা ছুরি ধ্বস্তাধ্বস্তিতে তার বুকের ডান পাশে ঢুকে পড়ে। এ সময় সে মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহত ব্যক্তি টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া পাড়ার ৩নং ওয়ার্ডের মৃত রহিম উল্লাহর ছেলে মো. নজিমুল্লাহ (২৫)।
টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এহতেশামুল হক বাহাদুর বলেন, নিহত নজিমুল্লাহকে আমি চিনি। বিভিন্ন সময় চুরির অভিযোগে তার কয়েকবার বিচারও করা হয়েছে। তবে চুরির অপবাদ দিয়ে এভাবে একটা মানুষকে হত্যা করা যায় না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাঈমা সিফাত বলেন, মারধরের শিকার ও ছুরিকাঘাত নিয়ে একজন যুবককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। বুকের ডানপাশে ছুরির আঘাত রয়েছে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছে।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।