ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ভাড়াটিয়ার মারধরে শিক্ষকের মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ১০:২৮ এএম
হত্যাকাণ্ডে অভিযুক্ত শরিফ ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়া চাওয়ায় ভাড়াটিয়ার মারধরে ইকবাল (৬০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। 

রোববার (২০ এপ্রিল) রাত দেড়টার দিকে উখিয়া রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় শরিফ প্রকাশ বট্টল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

নিহত শিক্ষক ইকবাল কক্সবাজার উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষক। 

নিহতের ছেলে নিষান বলেন, রাত দেড়টার দিকে আমার বাবা শরীফের কাছ থেকে দোকানের বকেয়া ভাড়া চাইতে যান। এ সময় বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শরিফ ওরফে বট্টল আমার বাবার গোপনাঙ্গে লাথি মারেন। এতে আমার বাবা গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়ে। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান আমার বাবা মারা গেছেন।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, দোকান ভাড়াসংক্রান্ত বিষয় নিয়ে বাগবিতণ্ডার জের ধরে শরীফ শিক্ষক ইকবালের ওপর হামলা করে গুরুতর আহত করেন, পরে স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।