ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

টঙ্গী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ১১:০৫ এএম
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে সিজন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিজন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানা পাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে।

জানা গেছে, সিজন টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকার একটি পুরাতন মালামাল বেচাকেনার দোকানে কাজ করতেন। রাতে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ইমন ও রাহুল নামের দুই যুবক ধারালো চাপাতি দিয়ে তার বুকে আঘাত করে পালিয়ে যায়।

সঙ্গে সঙ্গে স্থানীয়রা এবং সিজানের স্ত্রী আফসানা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান।

অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে দ্রুত রাজধানীর উত্তরায় আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিজনের স্ত্রী আফসানা বলেন, আমার স্বামী একটি দোকানে কাজের পাশাপাশি টঙ্গী পূর্ব থানা পুলিশের সোর্স (তথ্য দাতা) হিসেবে কাজ করতেন। আমি খবর পেয়ে হাসপাতালে যাই। পরে রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। আমি মামলা করব।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (অপরাধ দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসির উদ্দিন বলেন, সিজন পুলিশের সোর্স ছিলেন কি না সেটি আমার জানা নেই। ঘটনার পর টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সাথে সম্পৃক্তদের ধরতে অভিযান চলছে।