বরগুনায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য নিজাম ডাকাতকে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় সংঘটিত ডাকাতি মামলাসহ একাধিক মামলার আসামি।
বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকির তবক এলাকা থেকে পেশাদার এই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
বরগুনা থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার (২১ এপ্রিল) রাত সোয়া ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি দেওয়ান জগলুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত নিজামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাত নিজাম কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকির তবক গ্রামের আলতাফের ছেলে। তার পিতাও একজন ডাকাত। তার বিরুদ্ধে ২টি ডাকাতি, ১টি অস্ত্র আইনে, ২টি নারী শিশু নির্যাতন দমন আইনে ও বিভিন্ন আইনের ৪টি মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।
এ বিষয়ে বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, গ্রেপ্তারকৃত নিজাম একজন আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য।
সে বরগুনা থানায় ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে ডাকাতিসহ মোট ৯টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, বরগুনা থানার আইনশৃঙ্খলা উন্নয়নে অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।