বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন রেজাউল ইসলাম (৩১) নামের এক যুবক। গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রেজাউল ইসলাম ওই এলাকার কাঞ্চন হাওলাদারের ছেলে।
দুধ দিয়ে গোসল করার কারণ জানিয়ে রেজাউল ইসলাম বলেন, ২০১৯ সালে শারিকখালী ইউনিয়নে আঙ্গারপাড়া এলাকার সিদ্দিক শিকদারের মেয়ে সাথী আক্তারের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়।
বিয়ের পর আমাদের পরিবারে এক ছেলের জন্ম হয়। তার বয়স এখন চার বছর। আমার স্ত্রী তার মায়ের কুবুদ্ধিতে বিভিন্ন অজুহাতে পরিবারে অশান্তি সৃষ্টি করেন। আমি বারবার তাকে সতর্ক করার পরও ছেলের মুখের দিকে তাকিয়ে আবার সংসার করতে বাধ্য হই।
এ ঘটনা নিয়ে পারিবারিকভাবে কয়েকবার সালিশ-বৈঠকেও বসা হয়। বসার পরেও কোনো মীমাংসা হয়নি।
রোববার বিকেলে দুই পক্ষের গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে স্ত্রীকে তালাক দিই। তারপর আমি ২০ লিটার দুধ দিয়ে গোসল করি। এর মাধ্যমে আমি পাপমুক্ত হতে চাই। আমি নতুন করে আবার জীবন গড়তে চাই। তবে এ ব্যাপারে সাথী আক্তার কোনো বক্তব্য দিতে রাজি হননি।
রেজাউলের চাচাতো ভাই সোহাগ হাওলাদার বলেন, বিকেলে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদে বসে তাদের তালাক হয়। বাড়িতে এসে রাত ১০টার দিকে আমার চাচাতো ভাইকে ২০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে পাপমুক্ত করে ঘরে তুলেছি।
রেজাউলের বাবা কাঞ্চন বলেন, ‘তাদের চার বছরের একটি সন্তান আছে। এই সন্তানের এখন কী হবে। সন্তানের কথা চিন্তা করে আমার ছেলের বউয়ের সংসার করা উচিত ছিল।
আপনার মতামত লিখুন :