কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫ বন্ধুর ইচ্ছা পূরণ করতে বানানো হয় ৪ কেজি ওজনের দুই শিঙাড়া।
আর এ নিয়ে উপজেলাজুড়ে শুরু হয়েছে হৈচৈ। রোববার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার আহুতিয়া পুরাতন বাজারে স্বপন মিয়ার ‘মায়ের দোয়া হোটেলে’ বানানো হয় শিঙাড়া দুটি।
হোটেল মালিক ও ৫ বন্ধুর সঙ্গে কথা বলে জানা গেছে, মোফাজ্জল হোসেন, অন্তর মিয়া, মিজানুর রহমান, টুটুল মিয়া ও দিদার আহমেদ ঘনিষ্ঠ বন্ধু।
এই ৫ বন্ধু পরিকল্পনা করেন বড় আকারের শিঙাড়া বানাবেন। সেই পরিকল্পনা অনুযায়ী তারা স্থানীয় আহুতিয়া পুরাতন বাজারে স্বপন মিয়ার মায়ের দোয়া হোটেলের মালিক স্বপন মিয়ার কাছে বিস্তারিত জানান।
পরে হোটেল মালিক ৫ বন্ধুর কথা শুনে বানিয়ে ফেলেন চার কেজি ওজনের দুটি শিঙাড়া।
৪ কেজি ওজনের বানানো শিঙাড়ায় উপাদান হিসেবে দেওয়া হয়, চার কেজি মুরগির মাংস, পরিমাণ মতো আলু, গাজর, বাদাম, আটা, ময়দা ও বিভিন্ন ধরনের মসলা।
পরে তেলে ভাজা করা হয় শিঙাড়া দুটি। শিঙাড়া বানাতে প্রায় আড়াই হাজার টাকার মতো খরচ হয়েছে।
পাঁচ বন্ধুর একজন টুটুল মিয়া রুপালী বাংলাদেশকে বলেন, ব্যতিক্রম কিছু তৈরি করার চিন্তা-ভাবনা থেকেই এত বড় শিঙাড়া বানানো হয়েছে। এর বেশি কিছু নয়।
তাদের আরেক বন্ধু মিজানুর রহমান রুপালী বাংলাদেশকে বলেন, আমাদের গ্রামের মানুষ এর আগে এত বড় শিঙাড়া কখনো দেখেনি। তারাও দেখে আনন্দ পেয়েছে।
মায়ের দোয়া হোটেলের মালিক ও শিঙাড়া বানানোর কারিগর স্বপন মিয়া রুপালী বাংলাদেশকে বলেন, ৫ বন্ধুর মনের ইচ্ছে পূরণ করতেই এত বড় ২টি শিঙাড়া বানানোর আয়োজন করা হয়েছে।’