ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

দাউদকান্দির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর ব্যাংক হিসাব ফ্রিজ

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৬:০২ পিএম
দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী। ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর ৯টি ব্যাংক হিসাব, ৩টি প্রতিষ্ঠানের ৩১ হাজার শেয়ার ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া তার নামে থাকা একটি প্লটসহ ১৫২ শতাংশ জমি ক্রোক করার আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। 

এ তথ্য জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

এদিন দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ আলী উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ৪২ লাখ ৫২ হাজার ৮২০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক দখলে রাখেন।

তার নামে, স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১০৩ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৪৫৭ টাকা ও ১০ হাজার ৩২৮ মার্কিন ডলার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আসামি মোহাম্মদ আলীর অর্জিত সব সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে তদন্তকালে প্রাপ্ত তার নিজ নামে ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে স্থাবর ও অস্থাবর সম্পদ যাতে তিনি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন, সে জন্য এসব স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজ করা একান্ত প্রয়োজন।