ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

হুমকি দিয়ে খুন, ভুল স্বীকার করে পোস্ট

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৬:১৫ পিএম
ছবি: সংগৃহীত

হতার হুমকি দিয়ে ময়মনসিংহের গৌরীপুরে নান্দাইলের কলেজছাত্র হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই অভিযুক্ত যুবক আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ‘মোহা. ওয়াহিদুজ্জামান তানভীর’ নামে আইডি থেকে পোস্ট দেন তিনি।

জানা যায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের কাশেম আলী ফকিরের ছেলে কলেজছাত্র মারফত আলী (২২) গত শুক্রবার (১৮এপ্রিল) ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউয়িনের সাকূয়া মাঝেরচর গ্রামে ভাগনির বিয়েতে যান। 

সেদিন বিকেলে তানভীর ভাগনিসহ বরকে মোটরসাইকেলে করে পথ এগিয়ে দিতে যান। এ সময় গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের মুন্সিবাড়ি এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে মারফতকে কুপিয়ে ফেলে রেখে যায়। 
আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর শুক্রবার রাত তিনটার দিকে মারফতের মৃত্যু হয়।

একাধিক সূত্র জানায়, গত প্রায় এক বছর ধরে মারফতকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন তার বাড়ির পাশের বাসিন্দা মো. উসমান খার ছেলে ওয়াহিদুজ্জামান তানভীর (৩০)।

এর মধ্যে তার পরিবারের কমপক্ষে ৫ জনকে কুপিয়ে হত্যার চেষ্টাও চালানো হয়েছে। এ ঘটনায় ওই আহতরা পঙ্গু অবস্থায় আছেন।

গত ২ এপ্রিল তানভীর মারফতকে নিজের ফেসবুক আইডিতে প্রাণনাশের হুমকি দেন। মৃত্যুর পরও অভিযুক্ত তানভীর ফেসবুকে বড়াই করে হত্যার ইঙ্গিতও দেন।

এসব ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই হত্যায় অভিযুক্ত শনিবার রাত সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক আইডিতে আত্মসমর্পণের একটি ঘোষণা দিয়ে পোস্ট দেন।

পোস্টে তানভীর লেখেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা রেখে আত্মসমর্পণ করলাম। ভুলভ্রান্তি মানুষেরই হয়, ঠিক তেমনি আমারও হয়েছে। নান্দাইলের মানুষ আমাকে শীর্ষ সন্ত্রাস বানিয়েছে। আমি কি শীর্ষ সন্ত্রাসী ছিলাম? আমাকে বানানো হয়েছে।
ফকির বাড়ির (নিহত মারফতের বাড়ি) লোকজন আমাকে বানিয়েছে।’

জানা যায়, অভিযুক্ত তানভীরের বিরুদ্ধে ময়মনসিংহে একটি ও নান্দাইল থানায় ৬টিসহ মোট ৭টি মামলা রয়েছে। সব মামলাই এক বছর আগের। সব কটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশ তাকে ধরতে পারেনি।

নান্দাইল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, মারফতের খুনের আসামি মোহা. ওয়াহিদুজ্জামান তানভীর এখনো আত্মসমর্পণ করেনি।