বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে সামনে রেখে বিকেএসপিতে চীনের জনপ্রিয় খেলা ‘তাই চি’ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চীনের ইউননান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ওয়াং চি লিয়াঙ্গ ও বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম উশু তাই চি সেন্টারের নামফলক উন্মোচনের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন।
বিকেএসপি-ইউননান মিনজু বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তির আওতায় ক্রীড়া ও শিক্ষা বিনিময়ের ক্ষেত্রে ইউননান মিনজু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকেএসপিতে তাই চি সেন্টার খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
উদ্বোধন শেষে ২২ সদস্যের চীনা প্রতিনিধি দল বিকেএসপির উশু প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় ডিসপ্লে উপভোগ করেন। বিকেএসপির অডিও ভিজ্যুয়াল সেন্টারে প্রতিনিধি দলের সৌজন্যে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মহাপরিচালক প্রতিনিধি দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মারক উপহার সামগ্রী বিনিময় করা হয়। প্রতিনিধি দলটি সবশেষে বিকেএসপিতে বিদ্যমান সব ক্রীড়া স্থাপনা, বিশেষ করে ক্রিকেটের ইনডোর ও ক্রিকেট ফিল্ড ঘুরে দেখেন।
বিকেএসপিতে খেলাধুলার অবকাঠামোগত সুযোগ-সুবিধা বিদ্যমান থাকায় সন্তোষ প্রকাশ করেন।