সাভারে অজ্ঞাত স্থান থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে। ইতিমধ্যে এ ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ঝটিকা মিছিল ও ভিডিও প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।
সাভার উপজেলা ছাত্রলীগের ব্যানারে কয়েকজন কিশোরকে ওই ঝটিকা মিছিলে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। ওই ঝটিকা মিছিলের স্থান ও মিছিলে উপস্থিত কারো নাম পরিচয় জানা যায়নি।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টায় 'মোহাম্মদ মমিন পালোয়ান (পাপ্পু) নামের এক ফেসবুক আইডিতে ওই ঝটিকা মিছিলের ৩৭ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, সাভার উপজেলা ছাত্রলীগ, ঢাকা জেলা উত্তরের একটি ব্যানার হাতে আনুমানিক ৩০ জন কিশোর বিভিন্ন স্লোগান দিচ্ছে। ঝটিকা মিছিলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লোগো সম্বলিত ওই ব্যানারে লেখা ছিল, ‘এক, দুই, তিন, চার ইউনূস তুই গদি ছাড়'। শেখ হাসিনা বীরের বেশে, ফিরবে আবার বাংলাদেশে।
এ সময় মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনা বীরের বেশে, ফিরবে আবার বাংলাদেশে। শেখ হাসিনার পায়ে ধর, ইউনূস তুই গদি ছাড়। শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে এসব স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, কয়েকজন লোক ভাড়া করে এনে ওই মিছিল করা হয়েছে।
ইতিমধ্যে ঘটনাস্থল ও মিছিলে উপস্থিত কয়েকজনের নাম পরিচয় শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :