সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করে ভিডিও প্রকাশ করেন ফেসবুকে। এ ঘটনায় জেলা শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।
গ্রেপ্তার আসামি হলেন- আশুলিয়ার দূর্গাপুর চালাবাজার এলাকার মৃত মাহবুবুল ইসলামের ছেলে হলে আব্দুল্লাহ আল মামুন (৩৮)। তিনি ঢাকা জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক।
শাহীনুর কবির বলেন, গতকাল বেলা ১১টায় আশুলিয়ার দুর্গাপুর এলাকায় ঢাকা জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ৭ জন অল্প বয়সি কিশোরকে ২০০ টাকা করে ভাড়ায় এনে দুর্গাপুরের একটা ছোট গলির ভেতরে ২ মিনিটের জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করে।
তিনি আরও বলেন, তার উদ্দেশ্য ছিল ওই মিছিলের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া। আশুলিয়া থানা পুলিশ তাকে গতরাতে গ্রেপ্তার করে। ভাড়ায় আসা অন্য কিশোররা বর্তমানে পলাতক। তাদের গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে।
এর আগে, ওই ঝটিকা মিছিলের পর সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টায় ‘মোহাম্মদ মমিন পালোয়ান (পাপ্পু)’ নামের এক ফেসবুক আইডিতে ওই ঝটিকা মিছিলের ৩৭ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়।