মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০৮:০৪ পিএম

সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ দখলের অভিযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০৮:০৪ পিএম

সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ দখলের অভিযোগ

সোনারগাঁ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা। ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলীয় প্রভাব খাটিয়ে নিরীহ এক কৃষকসহ তিন ব্যক্তির প্রায় কোটি টাকার সম্পদ জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেতা হলেন, সাদিপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূইয়া। 

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে সোনারগাঁ থানা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী ফায়েজা বেগম, ওসমান উদ্দিন ও বিল্লাল হোসেন।

লিখিত বক্তব্যে তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর শাহাজাহান ভূইয়া ৫ আগস্টের পর হঠাৎ বিএনপিতে যোগ দিয়ে এলাকার নিরীহ মানুষের জমি দখল, মাদকব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। তাকে বাধা দিলে একটি অবৈধ দোনালা বন্দুক নিয়ে তার সন্ত্রাসবাহিনী আমাদের বাড়িতে হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। 

এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও আশানুরূপ ফল না পাওয়ায় সংবাদ সম্মেলন করেন বলে জানান ভুক্তভোগীরা।

ফায়েজা বেগমের ১৮ শতাংশ জমির ফসলের ওপর জোরপূর্বক ট্রাক্টর দিয়ে হাল চাষ করেন। ওসমান উদ্দিন ও আব্দুল করিমের বাড়িতে ভাঙচুর করে জোরপূর্বক দখল করে রেখেছেন বিএনপি নেতা শাহাজাহান।

এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগীরা। অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভূমিদস্যু বিএনপি নেতা শাহাজাহানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

অভিযুক্ত সাদিপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহজাহান ভূইয়া বলেন, ‘আদালতের রায় পেয়ে আমি জমি দখলে নিয়েছি। রায়ে তাদের জমিতে যাওয়ার জন্য নিষেধ করেছেন। তবে, কাউকে হুমকি দিইনি।’ অন্য অভিযোগকারীদের তিনি চেনেন না বলে দাবি করেন। 

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, থানায় তিনি সদ্য যোগদান করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। 

Link copied!