বগুড়ার সোনাতলায় বিএনপির কার্যালয়ে ককটেল হামলার ঘটনায় আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেপ্তাররা হলেন, সোনাতলা উপজেলার মহিচরণ গ্রামের আব্দুল আলিম দুলার ছেলে ও ইউপি সদস্য মোহাম্মদ আলী লালন (৩৬), উপজেলার মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও হরিখালী বাজার এলাকার মৃত দবির হোসেন মন্ডলের ছেলে মিঠু মন্ডল (৫১) এবং উপজেলার দিগদাইড় ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মৃত মোজাহার আকন্দের ছেলে ও ইউপি সদস্য মশিউর রহমান (৩৬)।
বগুড়ার সোনাতলা থানার ওসি মিলাদুন নবী জানান, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নাশকতা মামলা রয়েছে। তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :