দিনাজপুর শহরের গুলশান মার্কেটের শাওমি মোবাইল শো-রুমে গত ২১ এপ্রিল দুপুরে সন্ত্রাসীরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। সেই চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা শাওমি মোবাইল শো-রুম ভাঙচুর ও লুটপাট করে দোকানে তালা দিয়ে দেয়।
এ ঘটনায় শাওমি মোবাইল শো-রুম ম্যানেজার তুর্য রহমান বাদী হয়ে দিনাজপুর কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, মৃত আব্দুল মান্নানের (জেলা কৃষক লীগের সাবেক সভাপতি) ছেলে জান্নাতুল নাঈম ও সোহানসহ আরও কয়েকজন যুবক শাওমি মোবাইল শো-রুমে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।
শো-রুমের ম্যানেজার তুর্য রহমান চাঁদার টাকা দিতে অস্বীকার জানালে তারা ক্ষিপ্ত হয়ে অতর্কিতভাবে তুর্য রহমানকে মারধর শুরু করেন।
সে সময় অভিযুক্ত জান্নাতুল নাঈম শাওমি মোবাইল শো-রুমের ক্যাশ বাক্স থেকে কোম্পানির ব্যবসার নগদ ৩ লাখ ৯৫ হাজার টাকা এবং সোহানসহ অজ্ঞাতরা শো-রুমের সামনের কাস্টমারদের দেখানো টেবিলের ওপর থেকে ৬টি স্মার্টফোন নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।
এ ব্যাপারে গুলশান মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সঙ্গে কথা হলে তিনি বলেন, ওই ঘটনা জানাজানি হওয়ার পর গুলশান মার্কেট ব্যবসায়ী সমিতির ১৩ জন সদস্যকে সঙ্গে নিয়ে জান্নাতুল নাঈমের মা জান্নাতুন পলিনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন ওই দোকান ঘরটি দখলে নেওয়ার জন্য আদালত থেকে রায় পেয়েছেন। তবে রায়ের কোনো কাগজপত্র আমাদের দেখাননি।’