চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) উপজেলার আজিমপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানের সময় এলাকার ‘চিহ্নিত সন্ত্রাসী’ মামুনের বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। একই সঙ্গে তার বাড়ির পেছনের খাল থেকে একটি পিস্তল, চাইনিজ কুড়াল, চাপাতিসহ ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মামুন দীর্ঘদিন ধরে জমি দখল, মারামারি, অবৈধ অস্ত্র রাখা, মাদক ব্যবসা ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।
অভিযানে জব্দ করা অস্ত্র ও মাদক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সন্দ্বীপসহ নৌবাহিনীর আওতাভুক্ত বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এমন অভিযান পরিচালিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :