বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৮:৩৩ এএম

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৮:৩৩ এএম

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার মো. মশিউর রহমান ছবি: সংগৃহীত

পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে বরগুনার বেতাগীতে এক তরুণের কাছ থেকে ৭ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে মো. মশিউর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ। তিনি বেতাগী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক।

বুধবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম। মশিউর জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবীরের সৎ ভাই এবং এম হুমায়ুন কবীর বরগুনার পুলিশ সুপার ইব্রাহিম খলিলের বৈমাতো ভাই। 

বৃহস্পতিবার মশিউরকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন বেতাগী থানার ওসি মনিরুজ্জামান।

বেতাগী থানা সূত্রে জানা গেছে, পুলিশের চাকরি দেওয়ার জন্য বেতাগী উপজেলার রানীপুর এলাকার রনি মৃধার মা লুৎফা বেগমের সঙ্গে মৌখিকভাবে ৭ লাখ টাকায় চাকরির চুক্তি হয়। চুক্তি অনুযায়ী চাকরি না হওয়ায় এবং মশিউর যোগাযোগ বিচ্ছিন্ন করলে ভুক্তভোগী পরিবার প্রতারণার বিষয়টি বুঝতে পারে। পরে ভুক্তভোগী পরিবারটি এই বিষয়টি বরগুনা পুলিশ সুপারকে অবহিত করেন।

এরপর পুলিশ সুপারের নির্দেশে গোপন তথ্যের ভিত্তিতে বেতাগী থানা পুলিশ মো. মশিউর রহমানকে আটক করে। পরে রাত ৮টার দিকে চাকরিপ্রত্যাশী রনি মৃধার মা লুৎফা বেগম বাদী হয়ে মশিউরের নাম উল্লেখ করে বেতাগী থানায় একটি প্রতারণার মামলা দায়ের করলে ওই মামলায় মশিউর রহমানকে পুলিশ গ্রেপ্তার দেখায়।

বেতাগী উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মশিউর রহমান তার সৎ ভাই জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবীরের প্রভাবে নানা ধরনের অপকর্ম করেছেন। তার কাজ হলো পুলিশে চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করা।

মশিউর ২০১৭ সাল পর্যন্ত আট বছর বেতাগী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ছিলেন।

নাম প্রকাশ না করা শর্তে বেতাগী উপজেলা যুবদলের এক নেতা বলেন, অন্যায় করলে তার সাজা হবে এটাই সত্য। মশিউর তার ভাইয়ের ক্ষমতা ব্যবহার করে নানা অপরাধ করেছেন। চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। তার কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

মামলার বিষয়ে জানতে বাদীর মোবাইল ফোনে কল দিলে তিনি তা রিসিভ করেনি।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম বলেন, ‘পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো আর্থিক লেনদেন হয় না। সাধারণ মানুষ সচেতন হলে প্রতারকরা প্রতারণা করার সুযোগ পাবে না।

পুলিশে চাকরি দেওয়ার নাম করে এক তরুণের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে মশিউর নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আগেই আটক থাকা ওই ব্যক্তিকে ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে।

আরবি/জেডআর

Link copied!