ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

কুয়াকাটায় মহান মে দিবস পালিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: মে ১, ২০২৪, ১০:৫৪ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

'শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। বুধবার সকাল সাড়ে ১১টায় পৌর ভবন প্রাঙ্গণ থেকে  কুয়াকাটা পৌর শ্রমিকলীগের উদ্যোগে  একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ শেষে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় কুয়াকাটা পৌর শ্রমিক লীগের সভাপতি শাহিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জী। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, অটোভ্যান, অটোরিকশা, হ্যান্ডিলিং শ্রমিক লীগসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়া পটুয়াখালীর মহিপুর থানা শ্রমিক লীগ ও ইমারত শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান  মে দিবস পালিত হয়েছে।