ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

রায়পুর পৌরসভায় ১ মাস ধরে বিশুদ্ধ পানির সংকট

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৩:২৬ পিএম
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় ১ মাস ধরে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। গরমে পানির স্তর নেমে যাওয়া, বিদ্যুতের লোডশেডিং ও লো ভোল্টেজের কারণে পানির পাম্প চালাতে না পারায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। এতে পৌর শহরে বসবাসকারী কয়েক হাজার গ্রাহককে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে বাধ্য হয়ে বাসাবাড়িতে মিনারেল ওয়াটার কিনে পানির চাহিদা মেটাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রায়পুর পৌরসভার ৯টি ওয়ার্ডে অর্ধলক্ষাধিক মানুষের বসবাস। এখানে পানির গ্রাহক প্রায় ২৫ হাজার। এর জন্য প্রতিদিন ২৫ লাখ লিটার পানির চাহিদা রয়েছে। পাম্প দিয়ে উচ্চ জলাধারে এ পানি উত্তোলন করতে হলে বিদ্যুতের ৪২০ ভোল্টেজ প্রয়োজন।

কিন্তু এক মাস ধরে ৩৬০-৭০ ভোল্টেজ পাওয়া যাচ্ছে। এতে প্রতিদিন ৭-৮ লাখ লিটার পানি সরবরাহ করা সম্ভব হয়। পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং বিদ্যুতের লো ভোল্টেজের কারণে চাহিদামতো পানি উত্তোলন করা যাচ্ছে না। 

দক্ষিণ দেনায়েতপুর এলাকার রানী বেগম বলেন, সময়মতো পানির বিল পরিশোধ করলেও আমরা চাহিদামতো পানি পাচ্ছি না। এ জন্য আমাদের রান্নাসহ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। 

কাঞ্চনপুর এলাকার বাসিন্দা তোফাজ্জল আলী স্বপন বলেন, বাসায় খাওয়ার পানিও নেই। পৌরবাসীর পানির কষ্ট লাঘবে কারো মাথাব্যথাও নেই। পানি সংকটে জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। 

রায়পুর পৌরসভার ওয়াটার সুপারের দায়িত্বে থাকা প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, গরমের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং বিদ্যুতের লো ভোল্টেজের কারণে চাহিদামতো পানি উত্তোলন করা যাচ্ছে না। বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের অবগত করা হয়েছে। 

রায়পুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মোশারেফ হোসেন বলেন, লো ভোল্টেজের কারণে পানি উত্তোলনে সমস্যা হচ্ছে বিষয়টি আমার জানা নেই। তবে লোক পাঠিয়ে সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।