লালমনিরহাটের কালীগঞ্জে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জান্নাতী আক্তারকে (১২) মুখে মাটি ঢুকিয়ে হত্যা করা হয়েছিল—আদালতে এমন স্বীকারোক্তি দিয়েছেন অভিযুক্ত যুবক বেলাল হোসেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
নিহত জান্নাতী বেগম উপজেলার চর ভোটমারী গ্রামের ফজলুল হকের মেয়ে।
তিনি স্থানীয় ভোটমারী এসসি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গ্রেপ্তার যুবক বেলাল হোসেন একই গ্রামের আবু তালেবের ছেলে।
ওসি সেলিম মালিক বলেন, ‘গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় জান্নাতী বেগমের প্রতিবেশী মামা বেলাল হোসেন (২৪) জান্নাতীর বাড়িতে প্রবেশ করে। এ সময় জান্নাতীকে বাড়িতে খাটের ওপর একা দেখতে পেয়ে তার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয় বেলাল। এ সময় জান্নাতী চিৎকার করার চেষ্টা করলে তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী ভুট্টা খেতে নিয়ে যায়। পরে সেখানে মুখে মাটি ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বাবা কালীগঞ্জ থানায় একটি হত্যা দায়ের করছে। এ মামলায় বেলালকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের পুলিশি রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত বেলাল হোসেন। বেলাল হোসেন বর্তমানে জেলহাজতে রয়েছেন।