অল্পের জন্য রক্ষা পেলেন ৫ ছাত্রনেতা। বলা চলে তারা নতুন জীবন পেয়েছেন। রাজশাহীতে সিলিন্ডার বিস্ফোরণের কারণে একটি মাইক্রোবাস পুড়ে গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ ছাত্রনেতা সেই মাইক্রোবাসে ছিলেন। অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পেয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের কাজীহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি জেলার গোদাগাড়ী থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে এ দুর্ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার সদস্যসচিব মো. রহমতুল্লাহ জানান, যে পাঁচজন গাড়িটিতে ছিলেন, তারা জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন। সবার বাড়ি গোদাগাড়ী। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা পেতে তারা ফরম নিয়ে গোদাগাড়ী থেকে ঢাকায় যাচ্ছিলেন।
নগরের রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, সিলিন্ডার বিস্ফোরণ হলে সবাই গাড়ি থেকে বেরিয়ে যান। এ সময় মুহূর্তের মধ্যেই গাড়িতে আগুন ধরে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। এর আগেই গাড়িটি পুড়ে গেছে।
আপনার মতামত লিখুন :