ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

ঘিওরে পিলার ধসে শ্রমিকের মৃত্যু

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৫:৩৬ পিএম
দুলাল মিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি: রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের ঘিওরে নির্মাণাধীন ভবনের পিলার ধসে দুলাল মিয়া (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরের দিকে ঘিওর পঞ্চরাস্তা এলাকার ঘিওর-দৌলতপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাশে  জাবের এন্ড সন্স ইট মহলের ভবন নির্মাণকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই সকাল থেকে চারজন শ্রমিক ভবন নির্মাণকাজের জন্য মাটি খুঁড়ছিলেন। হঠাৎ পাশের পিলার ধসে মাটিতে চাপা পড়ে যান তারা। ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে তাদের উদ্ধার করে।

এ সময় রড কেটে দুলাল মিয়াকে মুমূর্ষ অবস্থায় ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিন জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজনের মৃত্যু ঘটে।

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে দৈনিক রূপালী বাংলাদেশকে জানিয়েছেন ঘিওর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি বলেও জানান তিনি।