রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে রবি (৪০) গুলি ও ধারাল অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) রাত নয়টার দিকে রাজশাহী নগরের পঞ্চবটী এলাকার খড়বোনার গাড়োয়ানপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। পরে ওই ঘটনার ভিডিও ফুটেজ ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও ফুটেজে দেখা যায়, রবি বাড়ির পাশে একটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ মোটরসাইকেলে করে কয়েকজন এসে তাঁকে ঘিরে ফেলে। তখনই গুলির শব্দ শোনা যায়। এরপর এক ব্যক্তি ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কোপাতে থাকেন। দৌড়াতে গিয়ে রবি হোঁচট খেয়ে পড়ে যান। তখন ফের ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয়।
একপর্যায়ে একজন হামলাকারী কাছ থেকে তাঁর পায়ে গুলি করেন। হামলার সময় কাতরাতে কাতরাতে রবি বলছিলেন, ‘ও বাপ, ও মা, আমি কী করছি।’ পাশে দাঁড়িয়ে থাকা দুই নারী এগিয়ে আসার চেষ্টা করলেও গুলির শব্দ শুনে সরে যান। আশপাশ থেকে নারীদের চিৎকার শোনা যাচ্ছিল।
আহত রবিকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে তাঁকে ভর্তি করা হয় ৩১নম্বর ওয়ার্ডে। রাতেই অস্ত্রোপচার শুরু হলেও অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, রবির এক পায়ে গুলি লেগেছে। তাঁর অন্য পা ও দুই হাতে ধারাল অস্ত্রের কোপ রয়েছে। অস্ত্রোপচার শুরু হলেও পরিবারের ইচ্ছায় তাঁকে ঢাকায় পাঠানো হয়।
আহত রবির বাড়ি রাজশাহী নগরের বিনোদপুর-মীর্জাপুর এলাকায়। তাঁর বাবার নাম আজিজুল ইসলাম। রবি আওয়ামী লীগের কর্মী।
আপনার মতামত লিখুন :