ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৬:০৩ পিএম
ছবি: সংগৃহীত

দালালের দৌরাত্ম, গ্রাহক হয়রানি, অতিরিক্ত টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগে পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে অভিযান চালায় দুদক।

দুর্নীতি দমন কমিশন পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে।

এই দুদক কর্মকর্তা বলেন, ‘পাবনা পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য ও গ্রাহক হয়রানি নিয়ে আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের সূত্র ধরে দুদক প্রধান কার্যালয়ের অনুমতিতে পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালানো হচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘অভিযানে বিশেষ সংকেতের মাধ্যমে পাসপোর্ট করে দেওয়া ও এক কর্মচারীর মোবাইলে বিকাশে টাকা লেনদেনসহ বেশ কিছু অসংগতিপূর্ণ কাগজপত্র আমরা পেয়েছি। সেগুলো যাচাই-বাছাই করে একটি প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠাব।’

তবে অভিযোগ অস্বীকার করে পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আহসান উদ্দিন বলেন, ‘এখানে কোনো দালাল চক্র নেই। সব নিয়মিত পরিচালনা হয়ে থাকে। দুদক অভিযান চালিয়েছে সেটি তাদের বিষয়। আমার অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী অনিয়ম করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’