ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

২৭ বছর পর রাঙামাটির মারী স্টেডিয়ামে গোল্ডকাপ টুর্নামেন্ট

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৭:১৩ পিএম
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: রূপালী বাংলাদেশ

দীর্ঘ ২৭ বছর পর রাঙামাটির মারী স্টেডিয়ামে ফুটবল টুনামেন্ট উদ্বোধন হয়েছে।উদ্বোধনী খেলায় দর্শকদের ঢল নেমেছে। 

চট্টগ্রাম ক্রীড়া সংস্থার আয়োজনে এবং রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দীন।

এ সময় তিনি বলেন, খেলাধুলায় মানুষের মন ভালো থাকে। খেলাধুলা করলে মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে বিরত থাকা যায়। খেলাধুলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। ভালো একজন খেলোয়াড় জাতির সামনে তার ব্যক্তিগত পরিচয়সহ দেশের পরিচয় বহন করতে পারে।’

জেলা প্রশাসক বলেন, ‘ফুটবল আমাদের প্রিয় খেলা। এ খেলাকে সামনের দিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।’

তিনি বলেন, ‘আগামী ৫-৬ দিন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও চট্টগ্রাম বিভাগীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের সাংগঠনিক কমিটির সভাপতি শারমিন জাহান। 

রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, চট্টগ্রাম ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক মানের নারী রেফারি জয়া চাকমা এই প্রথম রাঙামাটি মারী স্টেডিয়ামে রেফারির দায়িত্ব পালন করেন। উদ্বোধনী খেলায় বান্দরবান  ১-০ গোলে রাঙামাটি জেলাকে হারিয়েছে। 

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম বনাম খাগড়াছড়ির মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।  

দীর্ঘ ২৭ বছর পর আবারও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু হলো। সর্বশেষ ১৯৯৭ সালে মারী স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছিল।