চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর ছাত্রলীগের সহসভাপতি মো. মামুন শিকদারকে গ্রেপ্তারের সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে ছেংগারচর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের নিজ ছেংগারচর গ্রামের ছাত্রলীগ নেতা মো. মামুন সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
মতলব উত্তর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) শহিদুল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মো. মামুন শিকদার ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসার সময় মামুনকে ছিনিয়ে নেওয়ার জন্য অজ্ঞাতনামা ৭/৮ জন পুলিশের ওপর হামলা চালায়। এতে তিনজন পুলিশ সদস্য জখম হন।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক ঘটনার সততা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা মো. মামুন শিকদারকে চাঁদপুর মডেল থানার ২টি ও মতলব উত্তরে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একটি মামলায় চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :