মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে একটি মাদ্রাসায় হামলার ঘটনায় ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। মাদ্রাসা পরিচালনা কমিটির সঙ্গে বিরোধের জেরে মাদ্রাসায় ও কমিটির লোকজনের ওপর হামলার ঘটনায় চাঁন মিয়া এবং তার ২ সহযোগীকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে শেরপুর আবাসিক এলাকায় চাঁন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম চাঁন মিয়াকে (৫০) আটক করে।
জানা যায়, জামেয়াতুল ফালাহ শেরপুর মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে মো. চাঁন মিয়া ও তার সঙ্গীদের বৃষ্টির পানি আটকানো নিয়ে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে মাদ্রাসায় হামলা চালায়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে চাঁন মিয়াকে আটক করে। আটকের পর চাঁন মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশকিছু অস্ত্র উদ্ধার করেন যৌথ বাহিনীর সদস্যরা।
এলাকায় চাঁন মিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের একাধিক অভিযোগ রয়েছে।