ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

নির্বাচন হলে ২৫০টির বেশি আসন পাবে বিএনপি: দুলু 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ১০:০০ পিএম
ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে বর্তমানে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। এ ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হলো নির্বাচন পেছানো, যাতে নির্বাচন না হয়। কারণ, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং ২৫০টিরও বেশি আসনে জয়লাভ করবে।’

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে নাটোরের দরাপপুর উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘আমরা চাই অতিসত্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। দেশের মানুষকে নির্বাচনের দিকে ফিরিয়ে দেওয়া হোক। কারণ, বর্তমানে দেশে যে অস্থিরতা বিরাজ করছে, তার একমাত্র সমাধান হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য প্রস্তাবিত ৩১ দফা কেবল বিএনপির একার নয়—এটি একটি জাতীয় পরিকল্পনা। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, তা এই ৩১ দফার মধ্যেই বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। দফাগুলো বাস্তবায়ন করা গেলে দেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরতে পারবে না।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে, তা অনেকটাই বিএনপির ৩১ দফার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে চিন্তাধারা, তা এক সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই জাতির সামনে উপস্থাপন করেছিলেন।’

দুলু আরও বলেন, ‘আমরা যখন আন্দোলন-সংগ্রামে ব্যস্ত ছিলাম, তখনই ৩১ দফার কাজ শুরু করেছিলাম। তবে জনগণের দোরগোড়ায় তা পৌঁছানো সম্ভব হয়নি। এখন সেই সময় ও সুযোগ এসেছে। বাস্তবভিত্তিক এই ৩১ দফা জনগণের সামনে তুলে ধরতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘একটি চক্র দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে অস্থির করে তুলে আবার স্বৈরাচারীদের সুযোগ করে দেওয়ার অপচেষ্টা চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি নেতা-কর্মী ও সাধারণ জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’