ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

বগুড়ায় যৌতুকের টাকা না পেয়ে নববধূকে হত্যা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ১১:২৫ পিএম
প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুরে যৌতুকের টাকা না পেয়ে রোবাইয়া আক্তার পৌশি (১৮) নামে এক নববধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌশির বাবা আবু বাদশা বাদী হয়ে ৭ জনকে আসামি করে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করিম।

মামলা সূত্রে জানা যায়, বগুড়ার শাজাহানপুর উপজেলার খরণা ইউনিয়নের কড়ি আঞ্জুল দক্ষিণপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে শিহাব উদ্দিনের (২১) সঙ্গে ৬ মাস পূর্বে শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের ধামাইর গ্রামের আবু বাদশার মেয়ে রোবাইয়া আক্তার পৌশির বিয়ে হয়।

বিয়ের পর থেকেই স্বামী, শ্বশুর, শাশুড়িসহ বাড়ির লোকজন পৌশিকে যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে আসছিলেন। 

মেয়ের সুখ-শান্তির কথা চিন্তা করে পৌশির বাবা ৫০ হাজার টাকা দেন। কিছুদিন পর আরও ২ লাখ টাকা দাবি করেন তারা। কিন্তু পৌশি তাতে রাজি না হলে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় গত সোমবার সকালে পৌশিকে তার স্বামী, শ্বশুর, শাশুড়িসহ বাড়ির লোকজন বেদম মারপিট করেন। একপর্যায়ে পৌশিকে তার শয়নঘরে নিয়ে গলা টিপে হত্যা করা হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।

মামলার বাদী পৌশির বাবা আবু বাদশা বলেন, ‘ঘটনার দিন দুপুর ১২টার দিকে বিয়াই (ছেলের বাবা) আবুল কালাম আজাদ ফোন করে বলেন যে পৌশি স্ট্রোক করেছে। দুপুর দেড়টার দিকে মেয়ের বাড়িতে গিয়ে বারান্দায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি।’

‘মৃত্যুর কারণ জানতে চাইলে তারা বলে যে, পৌশি আত্মহত্যা করেছে। এতে সন্দেহ হলে প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারি যে, ঘটনার দিন সকালে পৌশি তার স্বামীকে পরকীয়া করতে নিষেধ করলে তাকে মারপিট করে। পরে শয়নঘরে নিয়ে গলা টিপে হত্যা করে ‘

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করিম জানান, ‘মামলা হয়েছে। মরদেহের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পোস্টমর্টেম রির্পোট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’