চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদীঘি ময়দানে শুক্রবার (২৫ এপ্রিল) জব্বারের বলী খেলার ১১৬তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে বলী খেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
খেলা উপলক্ষ্যে বৃহস্পতিবার থেকে লালদিঘী মাঠের আশপাশের এলাকাজুড়ে বসেছে বৈশাখী মেলা।
উল্লেখ্য, ব্রিটিশবিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে বক্সিরহাট এলাকার স্থানীয় আব্দুল জব্বার সওদাগর নগরীর লালদিঘী মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা। যা সময়ের পরিক্রমায় জব্বারের বলী খেলা নামে পরিচিতি পায়। বৈশাখের ১২ তারিখে লালদিঘীর ময়দানে বলী খেলা হয়। এ উপলক্ষ্যে তিনদিন ধরে চলে মেলা।
আপনার মতামত লিখুন :