ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

রাজশাহীতে বখাটেদের উত্ত্যক্তে অতিষ্ঠ নারীরা

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৬:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

রাজশাহীতে বেড়েছে বখাটেদের উৎপাত। রাজশাহী নগরের মোড়ে মোড়ে ওভার ব্রিজ এবং বিনোদন পার্কে এসব বখাটে দলের তরুণদের কারণে মেয়েরা চরম ভীতির মধ্যে দিনযাপন করছেন।

রাস্তাঘাটে তরুণীদের দেখা পাওয়া মাত্র ইভটিজিং ও নানা ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করছে তারা। মোটরসাইকেলে দাপিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করছে বলেও অভিযোগ রয়েছে।

এসব বখাটেকে পুলিশ শনাক্ত করতে পারছে না। এমনকি ইভটিজিং করার পরও তারা অধরাই থেকে যাচ্ছে। রাজশাহীতে অতি দ্রুত এসব বখাটের উৎপাত বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের উত্ত্যক্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ফেসবুকে ‘সুমাইয়া’ নামের একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘শুধু এদের জন্যই রাজশাহী নগরের সিঅ্যান্ডবিতে একা যেতে ইচ্ছা করে না। ইভেন বন্ধুর সঙ্গেও না। একপ্রকার যাওয়া বন্ধই করে দিয়েছি। এ রাস্তায় কী যে আনইজি ফিল হয়!’

ফারহানা আফরিন লোপা নামে আরেকজন লিখেছেন, ‘এখন সিঅ্যান্ডবিতে যেতেও ভয় লাগে, এতেই বাড়ছে বখাটেদের অত্যাচার। এদের অবশ্যই আইনের আওতায় আনা উচতি।’

এমন শতাধিক মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন নানা শ্রেণি-পেশার মানুষ। অনেকেই অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেছেন তারা।

আরএমপি সূত্রে জানা গেছে, রাজশাহীতে প্রকাশ্যে নারীর উদ্দেশ্যে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি প্রদর্শন ও ইভটিজিংয়ের ঘটনায় চার যুবকের সন্ধানে মাঠে নেমেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপ) একাধিক ইউনিট।