ড্রেন নির্মাণের কথা ছিল এক জায়গায়, করা হচ্ছে অন্য জায়গায়। অভিযোগ, ঠিকাদারের সুবিধা অনুযায়ী করছেন এ কাজ। এতে সুবিধার থেকে অসুবিধা বেশি হওয়ার আশঙ্কা স্থানীয়দের।
এমন ঘটনা বাগেরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের হরিনখানা পশ্চিমপাড়া মেইনরোডে। এটি আইডিওআইডিপি প্রকল্পের কাজ।
জানা গেছে, সেখানে ওই প্রকল্পের ৪১৫ মিটার ড্রেনের কাজ চলমান রয়েছে।
ড্রেন নির্মাণ কাজে উল্লেখিত দরপত্রে মল্লিক বাড়ির মোড় থেকে নারায়ণবাড়ী পর্যন্ত কাজ হওয়ার কথা। কিন্তু সিডিউল অনুযায়ী নির্ধারিত স্থানে কাজ না করে সম্পূর্ণ বেআইনিভাবে অন্য জায়গায় কাজ শুরু করা হয়েছে।
ফলে ড্রেন নির্মাণে উপকারের চাইতে ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা নিয়ম মেনে ও দরপত্র অনুযায়ী নির্ধারিত স্থানে ড্রেন নির্মাণের আহ্বান জানিয়েছেন।
হরিনখানা এলাকার বাসিন্দা রাকিব মল্লিক বলেন, ‘অদৃশ্য শক্তির কারণে নির্ধারিত স্থান থেকে কাজ শুরু না হয়ে অপ্রয়োজনীয় স্থানে কাজ শুরু হয়েছে।’
সঠিকভাবে তদারকি না করায় নিম্নমানের কাজ হচ্ছে বলেও অভিযোগ রাকিব মল্লিকের।
‘এলাকায় ড্রেনের ব্যবস্থা নেই। ফলে বৃষ্টির পানি বের হয় না। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের। এখন বেআইনিভাবে কাজ করার ফলে আরও চরম ভোগান্তির মধ্যে পড়তে হবে।
ওই এলাকার বাসিন্দা সিদ্দিক মল্লিক, রবিউল ইসলাম ও ইব্রাহীম হাওলাদারেরও একই অভিযোগ।
তাদের ভাষ্য, এখানে প্রয়োজনীয় ড্রেন নির্মাণ না করায় আগামী বর্ষা মৌসুমেও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
‘নারায়ণবাড়ী থেকে কাজ শুরু করে নতুন ড্রেনের সঙ্গেও মিলিত হওয়ার কথা থাকলেও কিছু সরকারি অসাধু ব্যক্তি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কারণে এ কাজ করেছে’, বলেন এক বাসিন্দা।
‘এদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য অনিয়ম ও নিম্নমানের কাজ করছে। তাই এ ধরনের বেআইনি কাজের সঙ্গে যারা সম্পৃক্ত, প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি’, বলেন আরেক বাসিন্দা।
এ বিষয়ে বাগেরহাট পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) টিএম রেজাইল হক রিজভী বলেন, ‘কার্যাদেশ মেনে সঠিকভাবেই কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হবে।’