ফরিদপুরের সদরপুর উপজেলার খেজুরতলা গ্রামের তরুণ মারুফ মোল্যা প্যারাগ্লাইডার তৈরি করে চমক দেখিয়েছেন। নিজের তৈরি প্যারাগ্লাইডার নিয়ে আকাশেও উড়েছেন তিনি। তা দেখে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা।
জানা গেছে, ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন ছিল মারুফের। কক্সবাজার বেড়াতে গিয়ে প্রথম এ ইচ্ছা তার মনে জাগে। এরপর ইউটিউব দেখে প্যারাগ্লাইডার তৈরির চেষ্টা চালিয়ে যান।
এটি তৈরি করতে গিয়ে অনেক সমস্যারও সম্মুখীন হন তিনি। কারণ এটি তৈরির জন্য বিদেশ থেকে প্যারামোটর আনতে অনেক খরচ। এ কারণে নিজস্বভাবে যন্ত্রাংশ সংগ্রহ করে মারুফ নিজেই সেটি তৈরি করেন। ৬ মাস পর প্যারাগ্লাইডার আকাশে ওড়াতে সক্ষম হন তিনি।
মারুফ মোল্লা বলেন, আমি প্রায় ৬ মাসের প্রচেষ্টায় সফল হয়েছি। বিদেশ থেকে প্যারামোটর আনতে প্রায় ৯ থেকে ১০ লাখ টাকা খরচ হয়, কিন্তু আমি মাত্র ১ লাখ টাকায় এটি তৈরি করেছি। যদি সরকারের সহযোগিতা পাই, তবে আরও বড় প্যারাগ্লাইডার তৈরি করব এবং তা বাজারজাত করব।
তিনি বলেন, আমি ইলেকট্রিক্যাল থেরাপি মেশিনও তৈরি করেছি, যা হাত-পা ঘামানোর সমস্যার সমাধান দিতে সাহায্য করবে।
পরিবারের দারিদ্র্যের কারণে এসএসসি পাশের পর পড়ালেখা চালিয়ে যেতে পারেননি মারুফ। কিন্তু তার মনোবল এবং আকাশে ওড়ার আকাঙ্ক্ষা কোনোভাবেই দমেনি।
স্থানীয়রা জানিয়েছেন, ছোটবেলা থেকেই কিছু না কিছু তৈরি করতেন মারুফ। হঠাৎ দেখা গেল প্যারাগ্লাইডারে আকাশে উড়ছেন তিনি।
তা দেখে গ্রামের অনেকেই এখন গর্ব প্রকাশ করছেন। এ ছাড়া তিনি এয়ারকুলার ও ইলেকট্রিক্যাল থেরাপি মেশিনও তৈরি করেছেন। যাদের হাত-পা ঘামে তারা এ মেশিনের সাহায্যে উপকার পেতে পারেন।