ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

শেরপুরে মিথ্যা মামলা দিয়ে ভাগনেকে হয়রানির অভিযোগ

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৭:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

শেরপুর সদর উপজেলার কসবাকাচারি পাড়া এলাকায় ভাগনেকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

অভিযোগ তুলেছেন ভুক্তভোগী শফিকুল ইসলাম।

সরেজমিনে ভুক্তভোগী শফিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি আমার আপন মামা চরশেরপুর ধোপাঘাট এলাকার বাসিন্দা ফরেস্ট অফিসার মো. সহিদুর রহমানের কাছ থেকে ৬৯১৮ নম্বর দলিল মূলে পৌনে ৭১ শতাংশ জমি ক্রয় করি। জমি দলিল সম্পাদন করে গ্রামের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমি বুঝে নেই। জমি বর্তমানে আমার দখলে আছে। কিন্তু সেই জমি বেদখল করার উদ্দেশ্যে মামা মো. সহিদুর রহমান আমার ক্রয়কৃত জমিতে লাগানো গাছ নষ্টসহ মালিকানা সাইনবোর্ড উপড়ে ফেলেন। এ ছাড়া আমাকে মারধর করাসহ প্রাণনাশের হুমকি দেন।

তিনি বলেন, এতে আমার দেড় লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। ফলে আমি বাধ্য হয়ে শেরপুর সদর থানায় গত ১৪ এপ্রিল একটি সাধারণ ডায়েরি করি। যা তদন্তাধীন আছে।

‘সম্প্রতি আমি ক্রয়কৃত জমিতে একটি ঘর নির্মাণ করলে আমার মামা সহিদুর রহমান তার লোকজন দিয়ে আমাকে মেরে ফেলাসহ জমি দখল ও ঘর ভাঙার হুমকি দিচ্ছেন। বিষয়টি আমার জিডি তদন্ত কর্মকর্তাকে অবহিত করছি।’

‘এ ছাড়া আমি যাতে মামার কাছ থেকে ক্রয়কৃত জমি পুনরায় তাকে দলিল করে দিতে বাধ্য হই, সে জন্য আমার নামে চারটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। ফলে আমি আমার ৩ সন্তান, স্ত্রীসহ চরম নিরাপত্তা হুমকিতে আছি।’

‘আমি মোটেও ঘটনাগুলোর সঙ্গে জড়িত নই। আমি এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার চাই।’

বিষয়টি নিয়ে ওই এলাকার মো. জিন্নাহ বলেন, শফিকুল তার মামার কাছ থেকে জমি ক্রয় করেছে। মূলত এ বিষয় নিয়েই দ্বন্দ্ব চলছে। যার জন্য তার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। 

এ ব্যাপারে জিডি তদন্ত কর্মকর্তা বলেন, আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিয়ে সহিদুর রহমানের সঙ্গে কথা বলার জন্য মুঠোফোনে ফোন দিলে, তার ছেলে ফোন রিসিভ করে বলেন, ‘বাবা অসুস্থ। কথা বলতে পারবেন না।’