সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা কদমতলা এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা ও মেয়ে।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তালা উপজেলার কুমিরা কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার রিতা সাধু (৩২) ও তিন বছর বয়সী ছেলে সৌরভ সাধু।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের দিকে কাপড় ব্যবসায়ী অপূর্ব সাধু মোটরসাইকেলযোগে স্ত্রী ও দুই সন্তান নিয়ে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।
পথে তালার কুমিরার কদমতলা এলাকায় ইমাদ পরিবহন তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় অপূর্ব সাধু ও তার সাত বছর বয়সী মেয়েকে।
পাটকেলঘাটা থানার ওসি মাইনুদ্দিন জানান, সাগরদাড়ি রোডে প্রবেশের সময় বাসটি প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। এরপর বাসটি না থামিয়ে রিতা সাধু ও তার শিশু ছেলের ওপর দিয়ে চালিয়ে যায়। সামনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় তাদের। অপর দু’জন আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন :