ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

এক ইলিশের দাম ১৪ হাজার টাকা

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৯:০২ পিএম
১৪ হাজার টাকায় বিক্রি হওয়া ইলিশ। ছবি: রূপালী বাংলাদেশ

বরগুনার সাগর মোহনায় বলেশ্বর নদীতে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের ‘রাজা ইলিশ’।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে মাছটি বিক্রি হয় ১৪ হাজার টাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে বলেশ্বর নদীতে জেলেরা মাছ ধরতে গেলে তাদের জালে মাছটি ধরা পড়ে। মাছটি সকালে বাজারে বিক্রির জন্য আনা হয়। ২ লাখ ২০ হাজার টাকা মণ হিসেবে মাছটি বিক্রি করা হয়। আড়াই কেজি ওজনের মাছটি ১৪ হাজার টাকায় বিক্রি হয়।

পাথরঘাটা বিএফডিসি মার্কেটের মোস্তফা আলমের আড়ৎ থেকে ইলিশটি কেনেন মো. হানিফ নামের এক পাইকার।

পাইকার হানিফ মিয়া বলেন, এটি বলেশ্বর নদীর ‘রাজা ইলিশ’। এ নদীর মাছ দেখতে যেমন চকচকে রুপালি, খেতেও তেমন অসাধারণ। মাছটি ঢাকায় পাঠিয়ে বিক্রি করা হবে।