ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

পাগলী হলেন মা, বাবা হয়নি কেউ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৯:৩৪ এএম
মা হয়েছেন মাহমুদা খানম নামের এক পাগলী। ছবি: রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মা হয়েছেন মাহমুদা খানম (৩৫) নামের এক পাগলী। তবে সন্তানের বাবা হয়নি কেউ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের সিতাইকুণ্ড গ্রামের পাগলী মাহমুদা খানম নিজ বাড়িতে একটি পুত্রসন্তান প্রসব করেন। মাহমুদা খানম সিতাইকুণ্ড গ্রামের দিনমজুর মালেক মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদা খানম ১০ বছর আগে পরিবারের অভাবের তাড়নায় ঢাকায় গার্মেন্টে চাকরি নেন। সেখানে ভালোবেসে এক ছেলেকে বিয়ে করেন। বিয়ের কিছু দিন পর ওই ছেলে মাহমুদাকে ছেড়ে চলে গেলে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন মাহমুদা। এরপর গ্রামের বাড়িতে চলে আসেন।

বাড়িতে এসে স্থানীয় সিতাইকুণ্ড বাজারসহ আশপাশের এলাকায় ঘুরে বেড়াতে শুরু করেন। অনেক চেষ্টা করেও মাহমুদার বাবা-মা তাকে বাড়িতে আটকে রাখতে পারত না।

কয়েক মাস আগে থেকে মাহমুদার শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন এলাকাবাসী। এভাবেই কয়েক মাস কেটে যায়। অবশেষে গত শনিবার বিকেলে মাহমুদা পুত্রসন্তানের মা হন। কিন্তু এ সন্তানের পিতৃপরিচয়ের দায়িত্ব নিচ্ছেন না কেউ।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, গত দুই বছর আগেও মাহমুদা একবার অন্তঃসত্ত্বা হয়েছিল। তখন মাহমুদার গর্ভপাত করানো হয়।

এদিকে, এ সন্তান ভূমিষ্ট হওয়ার পরে মাহমুদার দরিদ্র মা-বাবা সামাজিক সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন তারা। সন্তানের বাবার বিষয়ে জানতে চাওয়া হলে পাগলী মাহমুদা বলেন, ‘সময় হলেই আমি ওর বাপের নাম বলে দেব। সে এখন বিদেশে আছে।’