নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে দুটি ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব মাধনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নলডাঙ্গার পূর্ব মাধনগর গ্রামের মৈত্রপাড়ায় মৃত রহমান টিটির বাড়িতে খড়ির ঘর থেকে আগুনের সূত্রপাত। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে ওই দুই ঘরসহ ঘরে রাখা আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়।
সংবাদ পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় এলাকাবাসী ও মাধনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আসাদুজ্জামান মৃধা জানান, অগ্নিকাণ্ডে তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
আপনার মতামত লিখুন :