ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ৩ দিনে শিশুসহ নিহত ৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০১:৩১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাঁশবাড়িয়া ইউনিয়নের চৌধুরী মার্কেট এলাকায় তিন দিনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহতের ঘটনা ঘটে। জানা যায়, আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চৌধুরী মার্কেট এলাকায় চট্টগ্রামমুখি বাসের ধাক্কায় একটি পিকআপ ভ্যান উল্টে ঘটনাস্থলে এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটির মা-বাবাসহ সাতজন গুরুতর আহত হয়েছে। 

নিহত শিশুর জাকিয়া ইসলাম (৫)। আহতরা হলেন, জামাল উদ্দিন (৩৮), লাইজু বেগম (৩০), মো. ফয়সাল (১৪), সেলিনা বেগম (৬০), রিমা আক্তার (২৮), সুমাইয়া আক্তার (৫)ও মো. রায়হান (২৪)। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ছাড়া, গত শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৫টায় দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইলিয়াস পেট্রোল পাম্পের সামনে একটি ড্রাম ট্রাক চোখে ঘুম নিয়ে লরির পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এতে আহতদের উদ্ধার করে হাসপাতালের প্রেরণ করেন। নিহত ব্যক্তির নাম রাকিব (১৭) তার বাড়ি চন্দনাইশ উপজেলায়।

অপরদিকে, একই দিনে দুপুর সাড়ে ১২টার সময় একই উপজেলার উত্তর বাঁশবাড়ীয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইউনিটেক্স ফ্যাক্টরির সামনে চৌধুরী মাকের্টে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাক দোকানে ডুকে যায়। এতে ঘটনাস্থলে সারোয়ার আহমেদ (৩৭) নামে ইউনিটেক্সের এক কর্মচারী নিহত হন। নিহত সারোয়ার আহমেদের বাড়ি কক্সবাজারের পেকুয়া থানায় বলে প্রাথমিকভাবে জানা যায়।

অন্যদিকে, গত বুধবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে রয়েল সিমেন্ট কারখানায় জেনারেটরে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি মেরামত শেষে প্রকৌশলী ফেরার পথে কারখানায় ভেতরে থাকা রড বোঝাইকৃত একটি ট্রাক তাকে ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত ব্যক্তি উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের যমুনা ব্যাংক সংলগ্ন নজির সওদাগর বাড়ির জহুর আহমেদের ছেলে মো. সোলাইমান (৩৩)।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, ‘মহাসড়কে চালকদের নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার হার বৃদ্ধি পাচ্ছে। তবে আমরা দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের বা গাড়িতে আটকে পড়া চালককে উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।’